জলমগ্ন এলাকা পরিদর্শনে যুব সভাপতি,প্রাক্তন কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের





কয়েকদিনের টানা বৃষ্টির জেরে বাঁকা নদীতে জল বাড়ায় ভোগান্তি বর্ধমান ১৯ নং ওয়ার্ডের পির বাহারম ডাঙ্গা পাড়া এলাকায়।বাঁকা নদীতে জল বৃদ্ধি পাওয়ায়,নদীর জল ঢুকে ঘরছাড়া ডাঙ্গা পাড়া এলাকার বাসিন্দারা।আপাতত তারা মাথা গুঁজেছেন স্থানীয় ক্লাবে।অসহায় মানুষদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন স্থানীয় যুব তৃণমূলে কংগ্রেস।এই অবস্থায় ১৯ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সাহাবুদ্দিন খান এলাকা পরিদর্শনে না আসায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।



অবিরাম বৃষ্টির কারনে বাঁকা নদীতে জল বাড়ায় বর্ধমান ১৯ নং ওয়ার্ডের পির বাহারম ডাঙ্গা পাড়া এলাকায় প্রায় ৩০ - ৪০ টি বাড়ি জলে ডুবে আছে।স্থানীয় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই এলাকার সমস্ত মানুষদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।এই বিষয়ে সেচ দপ্তরের সঙ্গে ও আলোচনা করা হয়েছে বলে জানান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার।



জয়হিন্দ বাইনিরি শহর সভাপতি পল্লব দাস অবশ্য বলেন এটা একটা প্রাকৃতিক বিপর্যয় এই রকম প্রবল বর্ষণ দীর্ঘ কয়েক বছর দেখিনি।বাঁকার জলে এই এলাকার বেশ কয়েকটি বাড়ি জলমগ্ন।যুব তৃণমূল কংগ্রেসের পক্ষথেকে অসহায় এই মানুষদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন স্থানীয় যুব তৃণমূল কংগ্রেস।জলমগ্ন এলাকায় প্রাক্তন কাউন্সিলার সাহাবুদ্দিন খান না আসায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।



স্থানীয় যুবক সেখ হুসেন বলেন ঈদের চাঁদের মতো দেখাই যায়না প্রাক্তন কাউন্সিলার সাহাবুদ্দিন খানকে।শুধু ভোটের সময় ভোট পাওয়ার জন্য আসেন প্রাক্তন কাউন্সিলার।অন্য সময় তাকে আর দেখা যায়না।তিনি কোনো দিন পাড়ার কোন গরিব মানুষদের কোনো উপকার করেননি বলে ক্ষোভ প্রকাশ করেন যুবক।

জলমগ্ন এলাকা পরিদর্শনে যুব সভাপতি,প্রাক্তন কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের

Posted by Sangbad Ekalavya on Friday, July 30, 2021