Latest News

6/recent/ticker-posts

Ad Code

'লেডি অফিসার' বলে আবগারি দপ্তরের আধিকারিককে হেনস্থা জলপাইগুড়িতে

'লেডি অফিসার' বলে আবগারি দপ্তরের আধিকারিককে হেনস্থা জলপাইগুড়িতে 

sumana dey


ভুয়ো সন্দেহে আবগারি দপ্তরের আধিকারিককে আটকে রেখে হেনস্থা। জলপাইগুড়ি ময়নাগুড়ির ঘটনায় চাঞ্চল্য, থানার দ্বারস্থ আধিকারিক। 

জলপাইগুড়ি সদর রেঞ্জের ডেপুটি  এক্সাইজ কালেক্টর সুমনা দে  অভিযোগ তুলে বলেন  একজন কর্তব্যরত মহিলা আধিকারিকের সঙ্গে  এ ধরনের হেনস্থা খুবই দুঃখজনক। ঘটনার সোচ্চার হয়েছেন আধিকারিক থেকে কর্মীরা। 

ঘটনার সময়  হেনস্তার  কিছু ছবি মোবাইলে বন্দি করেছিলেন  আধিকারিক সুমনা দে। আজ সেই ছবি নিয়ে ময়নাগুড়ি থানা দ্বারস্থ হন তিনি। তাঁর অভিযোগ "লেডি অফিসার" বলেই এমন হেনস্থা করা হয়েছে তাঁকে।  অভিযুক্তদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।  

উল্লেখ্য বুধবার রাতে ময়নাগুড়ি রোডে  ডিউটি করার সময় বেশ কিছু মানুষ হেনাস্তা করেন তাকে। আরও অভিযোগ মারধর করা হয় তার গাড়িচালককে। 


তবে সূত্রের খবর এই আধিকারিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ এক্সাইজ বোর্ড লাগানো নীল বাতি গাড়ি নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকায় কিছু মানুষের মধ্যে সন্দেহ জাগে। তারপর এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ

  1. অত্যন্ত দুঃখজনক ঘটনা।। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

    উত্তরমুছুন
  2. অভিযুক্ত দের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। খুব গুরত্বপূর্ণ খবর।

    উত্তরমুছুন
  3. দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা করা হোক

    উত্তরমুছুন

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code