Latest News

6/recent/ticker-posts

Ad Code

২৫ জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

২৫ জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Chief Minister of West Bengal



২১-র বিধানসভা নির্বাচনের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। ২৫ জুলাই বিকেলে দিল্লি রওনা দেবেন মমতা। চারদিন দিল্লিতে থাকার কথা তাঁর। একাধিক রাজনৈতিক কর্মসূচি আছে বলেই জানা গেছে। যাবেন সংসদ ভবনেও। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সংসদে অধিবেশন চলার সময় প্রতিবারই দিল্লি যাই’। উল্লেখ্য, ওই সময় সংসদের বাদল অধিবেশন চলবে।



আগামী ২০২৪-র লোকসভা নির্বাচনের আগে বিরোধী নেতাদের সঙ্গে তৃণমূল নেত্রীর আলাপ আলোচনার সম্ভাবনা রয়েছে। এর আগে নবান্নে এসে মমতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন কৃষক নেতারা। দিল্লির সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রের তিন কৃষি বিলের বিরুদ্ধে দীর্ঘ কয়েকমাস ধরে আন্দোলন রত কৃষকদের সাথেও দেখা করতে পারেন মমতা। উল্লেখ্য, মমতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সিংঘু সীমান্তে আন্দোলনরত কৃষক নেতারাও।


এদিকে, পশ্চিমবঙ্গে তৃণমূলের নির্বাচনী রণকৌশলের দায়িত্বে থাকা প্রশান্ত কিশোরের শরদ পাওয়ার ও কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা চলছে। বিজেপির বিরুদ্ধে বিরোধীদের জোটবাঁধা নিয়ে শুরু হওয়া জল্পনা আরও জোরাল হয়েছে। এরই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code