Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের লোকালয়ে হাতি, নষ্ট করলো ক্ষেত

ফের লোকালয়ে হাতি, নষ্ট করলো ক্ষেত 




জঙ্গল থেকে খাবারের খোঁজে ফের লোকালয়ে হাতি। নষ্ট করল একাধিক চাষের ক্ষেত। 

মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি এলাকায় হাতির হানায় নষ্ট হলো সিম ক্ষেত সহ ধানের বীজতলা। 


জানা যায়, শুক্রবার রাত প্রায় দুটো নাগাদ সংলগ্ন পানঝোরা জঙ্গল থেকে একটি বুনো হাতি বের হয়ে আসে ওই এলাকায়।

হাতিটি জনৈক দীনেশ রায়ের সিম ক্ষেত ও ধানের বীজতলায় তান্ডব চালায়। প্রায় এক বিঘার পুরো সিম ক্ষেত নষ্ট করে দেয় হাতিটি।

গত কয়েকদিন ধরেই হাতিটি রাত্রে ওই এলাকায় আসছে।হাতির হানায় আতঙ্কে আতঙ্কিত মঙ্গলবাড়ি বস্তি এলাকার জনগণ। ক্ষতিগ্রস্ত দীনেশ রায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। 

বনদপ্তর সূত্রে জানা গেছে, আবেদনের ভিত্তিতে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code