কড়া পদক্ষেপ- হাইকোর্টের দ্বারস্থ হলো পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি

kolkata high court tuition teacher



সুজিত মন্ডল, ময়না, পূর্ব মেদিনীপুর।


পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সভাপতি হীরালাল মণ্ডল স্কুলশিক্ষকদের বেআইনি টিউশন পড়ানো বন্ধ করতে এবং গৃহ শিক্ষকদের পেশার স্বীকৃতির দাবি জানিয়ে হাইকোর্টের শরণাপন্ন হলেন। গৃহশিক্ষক দের হয়ে এই মামলার পক্ষ নিয়ে লড়াই করবেন পশ্চিমবঙ্গের আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য।


পশ্চিমবঙ্গের গৃহশিক্ষকরা সরকারের বিভিন্ন স্কুলে,বিডিও অফিসে,বিধায়কের কাছে,মন্ত্রীর কাছে, প্রশাসনিক দপ্তরে দীর্ঘদিন ধরে স্কুলশিক্ষকদের বেআইনি গৃহশিক্ষকতা বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছিল। কিন্তু কোনভাবেই স্কুলশিক্ষকদের গৃহশিক্ষকতা করা থেকে বিরত করা যায়নি। এদিকে লকডাউন পরিস্থিতিতে শিক্ষকদের অবস্থান দিনদিন শোচনীয় হতে থাকে। লকডাউনে শিক্ষিত বেকাররা

গৃহশিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিলও চরম দারিদ্রতার মধ্যে পড়ে মানসিক অবসাদে পশ্চিমবঙ্গের কোন কোন গৃহশিক্ষক মৃত্যুবরণ করেছে। রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক কোন দিক দিয়ে শিক্ষিত বেকারদের মূল্যায়ন করা হয়নি । এইরূপ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি স্কুলশিক্ষকদের অবৈধ প্রাইভেট টিউশন এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলো।