সোমবার চালু হচ্ছে ১৮টি স্পেশাল ট্রেন, জানুন তালিকা
আগামী সোমবার থেকে ১৮টি স্পেশাল ট্রেন চালু করবে পূর্ব রেল চলবে বাংলা দিয়েই। জেনে নেওয়া যাক সেইসব ট্রেনের তালিকা:
১) ০২৩৮৪ আসানসোল-শিয়ালদহ : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।
২) ০২৩৮৩ শিয়ালদহ-আসানসোল : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।
৩) ০৩৫০২ আসানসোল-হলদিয়া : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।
৪) ০৩৫০১ হলদিয়া-আসানসোল : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।
৫) ০৩৫০৬ আসানসোল-দিঘা : ১১ জুলাই থেকে চলাচল শুরু (সপ্তাহ শুধু রবিবার)।
৬) ০৩৫০৫ দিঘা-আসানসোল : ১১ জুলাই থেকে চলাচল শুরু (সপ্তাহ শুধু রবিবার)।
৭) ০৩৪২২ মালদহ টাউন-নবদ্বীপধাম : ৫ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।
৮) ০৩৪২১ নবদ্বীপধাম-মালদহ টাউন : ৬ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।
৯) ০৩১১৭ কলকাতা-লালগােলা : ৬ জুলাই থেকে চলাচল শুরু (মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার)।
১০) ০৩১১৮ লালগােলা-কলকাতা : ৭ জুলাই থেকে চলাচল শুরু (সােমবার, বুধবার, শুক্রবার, শনিবার)।
১১) ০৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ : ৫ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।
১২) ০৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া : ৬ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।
১৩) ০৩০১৭ হাওড়া-আজিমগঞ্জ : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।
১৪) ০৩০১৮ আজিমগঞ্জ-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।
১৫) ০২৩৪৭ হাওড়া-রামপুরহাট : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।
১৬) ০২৩৪৮ রামপুরহাট-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।
১৭) ০৩০০১ হাওড়া-সিউড়ি : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।
১৮) ০৩০০২ সিউড়ি-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊