Latest News

6/recent/ticker-posts

Ad Code

এশা গুপ্তার সুপার হট ছবি কাপাচ্ছে নেটপাড়া

এশা গুপ্তার সুপার হট ছবি কাপাচ্ছে নেটপাড়া





এশা গুপ্তার সুপার হট ছবি কাপাচ্ছে নেটপাড়া। আপাতত তিনি ছুটি কাটাচ্ছেন স্পেনে আর সেখান থেকেই একের পর এক হট ছবি শেয়ার করে নজর কেড়েছে ভক্তদের। অভিনেত্রীর ভ্যাকেশনের ফোটো বেশ উপভোগ করছেন নেট-নাগরিকরাও। 





সামার ফ‍্যাশন গোলের ছবি শেয়ার করেছেন এশা। নীল ক্রপ টপ আর ফ্লুরোসেন্ট স্কার্টে তার আবেদনময়ী শরীর নজর কেড়েছে। এশার শরীরী আবেদনে এই কম্বিনেশনে যেন আরও সুন্দর হয়ে উঠেছে।





অপর একটি ছবিতে রোদ থেকে বাঁচতে মুখে হাত দিয়ে ওভারসাইজ লাভড আংটি সাদা মনোকিনিতে ধরা দিয়েছে এশা।





শরীরে সামান‍্য আস্তরন। খোলা শরীরে মাথায় টুপি পড়ে রোদ লাগাচ্ছেন এশা। এমন ছবি শেয়ার করে হট, সেক্সি সহ একাধিক কমেন্টে ভরে গেছেন এশা। এমনকি এশার ছবি দেখে তাঁর অনুরাগীরা কনফিউজড, কে বেশি হট! সূর্য না এশা?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code