হাড়হিম করা খবর! নিমেষেই ১০০ দেশে ছড়িয়ে গেছে ডেল্টা!
করোনার ভয়াল প্রকোপ দেখেছে বিশ্ব। দেখেছে দিনের পর দিন লাশের সাড়ি। চলতি বছরের ফেব্রুয়ারিতে করোনার ডেল্টা ভেরিয়েন্ট ধরা পড়ে ভারতে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমরতি যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে দেখা গিয়েছে মুহুর্তের মধ্যেই বিশ্বের ১০০টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস প্রজাতিটি।
ভারত, ব্রিটেন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের ফের হানা দিয়েছে এই ডেল্টা ভ্যারিয়েন্ট। GISAID statistics থেকে জানা গিয়েছে ভারতে ২২৪টি জিনোম সিকোয়েন্সের মধ্যে ৬৭ শতাংশ ক্ষেত্রে ডেল্টা যোগ রয়েছে।
Global Initiative on Sharing All Influenza Data সূত্রে ৭৮টি দেশে করোনার ডেল্টা প্রজাতি হানা বাড়ছে। গত চার সপ্তাহে ব্রিটেন ও সিঙ্গাপুরের ৯০ শতাংশ ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সে ডেল্টা প্রজাতি লক্ষ্য করা গিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, "২৯ জুন ২০২১ পর্যন্ত বিশ্বের ৯৬টি দেশ ডেল্টা প্রজাতির ঘটনা দেখা গেছে। ক্রমশ বেড়েছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তির ঘটনা। তাই এই ভ্যারিয়েন্টকে হালকাভাবে নেওয়া যাবে না একেবারেই।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊