BREKING NEWS: রাজ্যে ফের বাড়ল কড়া বিধি নিষেধের মেয়াদ

BREKING NEWS: রাজ্যে ফের বাড়ল কড়া বিধি নিষেধের মেয়াদ





করোনার দ্বিতীয় ঢেউয়ের রেশ এখনও কাটেনি তবে অনেকটা নিয়ন্ত্রণে। পাশাপাশি করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা। এই পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে ফের বাড়ল করোনা বিধি নিষেধের মেয়াদ। আগামী ১৫ই অগাস্ট পর্যন্ত বিধি নিষেধের মেয়াদ বাড়ান হল বলেই নির্দেশিকা জারি করেছে নবান্ন।


এখনই খুলছে না স্কুল কলেজ। আগের নিয়মেই খোলা থাকবে বাজার-হাট। ৫০% উপস্থিতি নিয়ে হলের মধ্যে সরকারি কর্মসূচি পালন করা যাবে বলে জানানো হয়েছে। রাতের বিধিনিষেধে কড়াকড়ির নির্দেশ দেওয়া হয়েছে নাবান্নর তরফে।রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল থাকছে নাইট কার্ফু। কেবল জরুরি পরিষেবায় ছাড়।


নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ৫০ শতাংশ লোক নিয়ে আয়োজন করা যেতে পারে সরকারি অনুষ্ঠান, তবে প্রকাশ্যে সেই অনুষ্ঠান করা যাবে না। এছাড়়া বিধিনিষেধ যাতে কঠোর ভাবে মান্য করা হয়, সেজন্য পুলিস-প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ