Latest News

6/recent/ticker-posts

Ad Code

২৬ বছরের মিজানের সাথে 'চুরাকে দিল মেরা' গানে ঝড় তুললেন ৪৬-র শিল্পা, দেখুন ভিডিও

২৬ বছরের মিজানের সাথে 'চুরাকে দিল মেরা' গানে ঝড় তুললেন ৪৬-র শিল্পা, দেখুন ভিডিও




৯-র দশকে অক্ষয় কুমারের সঙ্গে 'চুরাকে দিল মেরা' গানে চুটিয়ে অভিনয় করতে দেখা গেছে শিল্পা শেট্টীকে (Shilpa Shetty)। তবে এবার অক্ষয় নয় ২৬ বছরের মিজানের সাথে 'চুরাকে দিল মেরা' গানে ঝড় তুললেন ৪৬-র শিল্পা। 'হাঙ্গামা-২' ছবির হাত ধরে পর্দায় বহু বছর পর ফিরে চলেছেন শিল্পা। নবাগত মিজানের সাথে ডান্স ফ্লোর মাতালেন অভিনেত্রী।



মুক্তি পেল 'চুরাকে দিল মেরা টু পয়েন্ট জিরো' গানের টিজার। মঙ্গলবার মুক্তি পাবে পুরো গানটি। গানের টিজার টুইটারে শেয়ার করেছেন শিল্পা। ফের পর্দায় এভাবে শিল্পাকে দেখে মুগ্ধ দর্শকরা। এতবছর পরও সেই একই এনার্জি দেখে নস্টালজিক দর্শকরা।



'হাঙ্গামা-২' (humgama 2) ছবিতে শিল্পা-মিজান ছাড়াও দেখা যাবে পরেশ রাওয়াল, প্রণীতা সুভাষ, রাজপাল যাদব, জনি লিভার, এবং আশুতোষ রানাকে।


করোনা সংক্রমণের জেরে বন্ধ সিনেমা হল গুলি ফলে বেশির ভাগ সিনেমাই মুক্তি আপচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। এই ছবিও মুক্তি পাবে অনলাইনেই। জানা গেছে ডিজনি + হটস্টারে মুক্তি পেতে চলেছে এই ছবি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code