Latest News

6/recent/ticker-posts

Ad Code

BREAKING NEWS: অবশেষে প্রকাশিত হতে চলেছে আপার প্রাইমারির নম্বর সহ লিস্ট

BREAKING NEWS: অবশেষে প্রকাশিত হতে চলেছে আপার প্রাইমারির নম্বর সহ লিস্ট


অবশেষে প্রকাশিত হতে চলেছে নম্বরসহ আপার প্রাইমারির লিস্ট। আগামিকাল প্রকাশিত হবে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের সেই সংশোধিত তালিকা। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো বৃহস্পতিবার বেলা ১২ টায় নম্বর-সহ ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হবে।


দীর্ঘ টালবাহানার পর ২১শে জুন আপার প্রাইমারির তালিকা প্রকাশ করে কমিশন। এরপর সেই তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয় একদল পরীক্ষার্থী। ব্যাপক দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ তোলা হয় তাঁদের পক্ষ থেকে। তাঁদের দাবি, যোগ‍্য থাকলেও অনেকের নাম আসেনি আবার অনেকে যোগ‍্যতা না থাকলেও নাম এসেছে। পাশাপাশি প্রার্থীদের প্রাপ্ত নম্বর ছিল না তা নিয়েও প্রশ্ন তোলে তাঁরা।

 


সেই মামলার শুনানিতে গত শুক্রবার স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে কমিশনকে নম্বরসহ তালিকা প্রকাশ করার নির্দেশ দেয় আর সেই মতো বৃহস্পতিবার সেই তালিকা প্রকাশ করবে কমিশন। যাঁরা ইন্টারভিউয়ে ডাক পাননি, তাঁদের নম্বরও প্রকাশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, যাতে তাঁদের ডাক না পাওয়ার কারণও জানা যায়। সেই তালিকা খতিয়ে দেখে পরবর্তী নির্দেশ দেবে আদালত। 



আগামীকাল বৃহস্পতিবার কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট  -এ বেেলা ১২টায় সেেই তালিকা প্রকাশ করবে কমিিশন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code