ভ্যাকসিন থেকে বাংলার নাম বদল, মোদী- মমতা বৈঠক, সৌজন্য সাক্ষাৎ জানালেন মমতা 

ফাইল চিত্র 



একুশের বিধানসভা নির্বাচনে জয়ের পর তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার দিল্লী সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে মমতার দিল্লি সফর নিয়ে জোর চর্চা চলছে। সামনের লোকসভায় বিরোধী জোট হিসেবে ব্যাটিং করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে।



আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। আধঘণ্টার বেশি সময় ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, কলাইকুন্ডায় দেখা হয়নি। তাই এখন সৌজন্য সাক্ষাৎ হল। করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানান মুখ্য়মন্ত্রী।



মমতা বলেন, ‘কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও কথা হয়নি। ভোটের পর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হল। এদিনের সাক্ষাতে করোনার ভ্যাকসিন নিয়ে কথা হয়েছে।


তিনি আরও জানান, ‘আরও করোনার ভ্যাকসিনের প্রয়োজন, একথা জানিয়েছি। জনসংখ্যা বেশি, অন্য রাজ্যের তুলনায় কম ভ্যাকসিন পেয়েছি। ভ্যাকসিনের বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছি।’



পাশাপাশি, বাংলার নাম বদল নিয়েও কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলার নাম বদল নিয়েও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি। বহুদিন ধরে বিষয়টি পড়ে আছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছি। প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।’


মমতা আরও বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য আরটি পিসিআর করা দরকার। আমার ডবল ডোজ নেওয়া আছে, কিন্তু করোনা টেস্ট করাব কোথায়? এখন না হলে পরে না হয় দেখা করব, রাষ্ট্রপতি সুস্থ থাকুন।’


রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিঃসন্দেহে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।