ব্রাজিলে কোপা ফাইনাল, মারামারি এড়াতে সতর্কতা বাংলাদেশে





জনপ্রিয় খেলা গুলোর মধ্যে একটি অন্যতম খেলা ফুটবল। সম্প্রতি সেমি ফাইনাল পর্ব শেষ হয়েছে কোপা আমেরিকার। আগামী রবিবার ফাইনাল। আর ফাইনালে অংশ গ্রহণ করেছে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ফলে বিশ্ব জুড়ে উন্মাদনা তুঙ্গে। বাংলাদেশে সেই উন্মাদনা তুঙ্গে।


বাকি বিশ্বের মতো ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচ নিয়ে বাংলাদেশেও দুদলের আলাদা আলাদা সমর্থক রয়েছে। কোপা ফাইনাল নিয়ে ইতিমধ্যে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে বাংলাদেশে। জানা যাচ্ছে এই সংঘাতের আবহ এতটাই হয়েছে যে যেকোন রকম জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশে। জারি হয়েছে পুলিসি সতর্কতা।


জানা গিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে কোন দেশ ভাল খেলে, এ নিয়ে তর্কে হাতাহাতি হয় দুটি ছেলের মধ্যে। তাদের সঙ্গে যোগ দেন দুদলের আরও কিছু সমর্থক। তর্ক থেকেই প্রাণহানির পর্যায়ে গড়াল বাংলাদেশে।


ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে রবিবার কোপা আমেরিকার খেতাব জেতার লড়াই হবে ব্রাজিল ও আর্জেন্টিনার।