রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফের শুরু জল্পনা





একুশের নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-(BJP)তে যোগ দিয়েছেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Banerjee)। এরপর বিজেপির টিকিটে লড়েছিলেন ভোটেও। কিন্তু মেলেনি সাফল্য। অবশেষে ফের তৃণমুলে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কিছুদিন আগেই নিজের বর্তমান দল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। তাতেই জল্পনা শুরু হয়। এরপর, এদিন ফের সেই জল্পনার সূত্রপাত মুকুল রায়ের বাড়িতে উপস্থিতি নিয়ে।



বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বীজপুরে মুকুল রায়ের স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠানে দেখা যায় তাঁকে। এদিন রাজনীতি নিয়ে কোনও কথা না বললেও ইঙ্গিতপূর্ণভাবে নিজের নীরবতার ব্যাখ্যা দেন রাজীব। বলেন, ‘রাজনীতিতে কখনও কখনও চুপ থাকতে হয়।’ কিছুদিন আগে মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের মৃত্যুর দিনেও মন্ত্রী ফিরহাদ হাকিম, বিজেপি নেতা সব্যসাচী দত্ত, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় উপস্থিতির সাথে সাথে রাজীবেরও দেখা মেলে। যদিও এই ঘটনাকে রাজনৈতিক রং লাগাতে রাজি নন রাজীব।



এদিন রাজীব বলেন, ‘মুকুলদাকে অনেকদিন চিনি। বউদির সঙ্গেও পরিচয় ছিল। অনেক কথা হয়েছে। ওনার অসুস্থতার সময় হাসপাতালে গিয়েছি। আজ এখানে এসেছি তাঁর আত্মার শান্তি কামনায়।’ রাজীববাবু দাবি করেন, ‘আজ রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি।’ নিজের নীরবতা নিয়ে তিনি বলেন, ‘রাজনীতিতে কখনো কখনো চুপ থাকতে হয়।’