বদলি হলো বর্ধমান সদর থানার আই সি পিন্টু সাহা
বদলি হলো বর্ধমান সদর থানার আই সি পিন্টু সাহা।তার পরিবর্তে নতুন আই সি হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন বাড়ুইপুর জেলার নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তী। আই সি পিন্টু সাহা কে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা দিয়ে বিদায় জানালেন বর্ধমান থানার পুলিশ আধিকারিক সহ সকল পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ারা এবং বর্ধমান শহরের সাংবাদিকরা।
এদিন বর্ধমান ছাড়ার পূর্বে সস্ত্রীক পূজো দিলেন বর্ধমানের অধিষ্ঠিত মন্দির মা সর্বমঙ্গলা মন্দিরে।আই সি সাহেবের রদ বদলে দুঃখ প্রকাশ করেন থানার পুলিশ কর্মী সহ সাংবাদিকরা। বর্ধমানে আই সি সাহেব যে তার কর্মজীবনে বেশ কিছু ছাপ রেখে গেছেন সেকথা বললেন সাংবাদিক পার্থ চৌধুরী।পার্থ বাবু বলেন বিভিন্ন স্বেচ্ছাসেবি ও সামাজিক কাজকর্মের মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আই সি সাহেব।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের আগস্ট মাসে বর্ধমান সদর থানায় দায়িত্বভার গ্রহণ করেছিলেন।তার সময়কালে বর্ধমান থানা এলাকার বহু অপরাধ মূলক ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে । বিভিন্ন সমস্যা নিয়ে থানায় আসা সাধারণ মানুষেদের সমস্যার সমাধান করেছেন ইন্সপেক্টর ইনচার্জ।
সামাজিক যেকোন কাজে আই সি পিন্টু সাহা কে এক ডাকেই পাওয়া যেতো।
বদলি হল বর্ধমান থানার আইসি পিন্টু সাহা
Posted by Sangbad Ekalavya on Friday, July 16, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊