শর্ত সাপেক্ষে কড়া বিধি নিষেধ শিথিল করল রাজ্য, জানুন বিস্তারিত

শর্ত সাপেক্ষে কড়া বিধি নিষেধ শিথিল করল রাজ্য, জানুন বিস্তারিত







রাজ্যে ধীরে ধীরে কমছে সংক্রমণ। যার নেপথ্যে কড়া বিধি নিষেধ। সংক্রমণ ধীরে ধীরে কমায় এবার করোনার জেরে জারি কড়া বিধি নিষেধ কিছুটা শিথিল করলো রাজ্য সরকার। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে একাধিক ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ জুন থেকে শিথিল হচ্ছে একাধিক বিধি-নিষেধ।


নবান্নে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে,

  • বেলা ১২-রাত ৮টা পর্যন্ত খোলা থাকতে পারে রেস্তোরাঁ, বার, হোটেল।

  • সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিং মল। 

  • সর্বোচ্চ ৩০ শতাংশ গ্রাহককে মলে ঢোকার অনুমতি। 

  • প্রাতঃভ্রমণের জন্য সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত খোলা থাকবে পার্ক। তবে টিকা নেওয়া হলে। 

  •  দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে।

  • সকাল ১০টা থেকে ৪ টে পর্যন্ত খোলা থাকবে বেসরকারি অফিস। ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। 

  • খুচরো দোকান ৭টা থেকে ১১টা খোলা থাকবে।

  • ট্রেন-বাস বন্ধ থাকবে। 

  • ইউনিটপিছু ৫০ শতাংশ অভিনেতা-কর্মী নিয়ে শ্যুটিংয়ে অনুমতি দেওয়া হয়েছে। 

  • স্টাফ স্পেশাল ট্রেন ছাড়া বন্ধই থাকছে অন্যান্য যান চলাচল। 

  • স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অটো পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। 

  • আগের নিয়মেই আপাতত বন্ধ থাকছে স্পা, জিম। 

  • সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।

  • জরুরি পরিষেবা ছাড়া রাতে বেরোনো যাবে না রাস্তায়।

  • ২৫ শতাংশ কর্মী নিয়ে চালু থাকবে সরকারি অফিস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ