Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBCS-সহ তিনটি বড় পরীক্ষার দিন ঘোষণা WBPSC-র

WBCS-সহ তিনটি বড় পরীক্ষার দিন ঘোষণা WBPSC-র




WBCS-সহ স্থগিত থাকা তিনটি বড় পরীক্ষার দিন ঘোষণা করলো West Bengal Public Service Commission। প্রথমে বিধানসভা নির্বাচনের জেরে স্থগিত হয়ে যায় পরীক্ষা। এরপর রাজ্যে করোনা পরিস্থিতির জের পিছিয়ে যায় পরীক্ষা। অবশেষে এবার করোনার দ্বিতীয় ঢেউ একটু নিয়ন্ত্রণে আসতেই দিনক্ষন ঘোষণা করলো কমিশন।



সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুইটমেন্ট ২০২০-র প্রিলিমিনারি পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজিকিউটিভ (ডব্লুবিসিএস) ২০২১-এর প্রিলিমিনারি পরীক্ষা এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজিকিউটিভ (ডব্লুবিসিএস) ২০২০-র মেইন পরীক্ষার তারিখ জানিয়েছে কমিশন।



বিজ্ঞপ্তি অনুসারে,

৭ অগাস্ট ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুইটমেন্ট ২০২০-র প্রিলিমিনারি পরীক্ষা

২২ আগস্ট ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজিকিউটিভ (ডব্লুবিসিএস) ২০২১-এর প্রিলিমিনারি পরীক্ষা

২৭, ২৮, ২৯ ও ৩১ আগস্ট ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজিকিউটিভ (ডব্লুবিসিএস) ২০২০-র মেইন পরীক্ষা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code