Latest News

6/recent/ticker-posts

Ad Code

সহকর্মীকে চুমু খেয়ে বিতর্কের মাঝে পদত‍্যাগ স্বাস্থ‍্যমন্ত্রীর, নতুন স্বাস্থ‍্যমন্ত্রী হলেন সাজিদ জাভিদ

সহকর্মীকে চুমু খেয়ে বিতর্কের মাঝে পদত‍্যাগ স্বাস্থ‍্যমন্ত্রীর, নতুন স্বাস্থ‍্যমন্ত্রী হলেন সাজিদ জাভিদ




ব্রিটেনের নতুন স্বাস্থ‍্যমন্ত্রী হলেন সাজিদ জাভিদ‌। এর আগে অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। এবার স্বাস্থ‍্যমন্ত্রীর দায়িত্ব পেলেন সাজিদ। 


গত বছর প্রধানমন্ত্রী বরিস জনসনের ইচ্ছা অনুসারে রাজনৈতিক উপদেষ্টাদের চাকরিচ্যুত নিয়ে প্রধানমন্ত্রী ও সাজিদে মতানৈক্যের জেরে অর্থ মন্ত্রক থেকে পদত্যাগ করেন সাজিদ। করোনাভাইরাস সংক্রমণের বাড়াবাড়ির মধ্যেই এবার স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন সাজিদ।



করোনা বিধি নিষেধের তোয়াক্কা না করে সহকর্মীকে চুমু খেয়ে বিপাকে পড়েছিলেন ব্রিটেনের সদ‍্য প্রাক্তন স্বাস্থ‍্যমন্ত্রী ম‍্যাট হ‍্যানকক। এই ঘটনা প্রকাশ‍্যে আসতেই শুরু হয় তোলপাড়। তাঁর পদত‍্যাগের দাবি উঠতে থাকে। অবশেষে পদত‍্যাগ করেন ম‍্যাট। আর সেই জায়গায় দায়িত্ব পেলেন সাজিদ।
 


প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সাজিদ জাভিদের নাম ঘোষণা করা হয়।ক্যাবিনেটে নতুন মুখ নন। বড় বড় পদ সামলেছেন। কিন্তু মতভেদের জেরে পদত্যাগ করেছিলেন। এবার রাতারাতি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code