জল বাড়ছে দামোদরের, আতঙ্কিত গৈতানপুরের মানুষ
অবিরাম বৃষ্টির কারণে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দামোদর নদীর জল।আর এই দামোদর নদীর জল বাড়ার কারণে নদীর পাড় ভাঙ্গার পাশাপাশি বাড়ি ঘর ভাঙ্গার আতঙ্কিত গৈতানপুর চর মানা এলাকার বাসিন্দারা।এবছর-ই নয়।প্রতি বছর বর্ষাতেই এই ধরনের ঘটনা ঘটছে বলে জানান তারা।
গৈতানপুর চর মানা এলাকার বাসিন্দারা জানান, এটা আজকের সমস্যা না।দীর্ঘদিনের সমস্যা।প্রতিবছর উচ্চপদস্থ আধিকারিকরা আসেন দেখেন আর চলে যান।কোনা কাজ হচ্ছে না। প্রতিশ্রুতিও দিয়ে যান তারা কিন্তু বর্ষা পেরোলেই সেই কথা ভুলে যান আধিকারিকরা ।তবে অন্যান্য বছর বর্ষার প্রাক্কালে খণ্ডঘোষ এলাকার আধিকারিকরা একবার এসে দেখে জান। কিন্তু এবছর এখনো পর্যন্ত কারো পদধূলি পড়েনি বলে জানান তারা।
নদীতে জল বৃদ্ধির কারণে চাষের জমি ও চলে গেছে নদীর গর্ভে ।কৃষি জমি নদীগর্ভে যাওয়ার ফলে একপ্রকার অনাহারে দিন কাটাচ্ছে গৈতানপুর চরমানা এলাকার কৃষকরা।
খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সদস্য বলেন এটা যদিও খুব দুঃখের বিষয়।প্রতি বছরই এই সমস্যায় ভোগেন তারা।যদিও গৈতানপুর চরমানাই এলাকা কিছুটা এলাকাজুড়ে পাথর দিয়ে পাড় বাঁধানো হয়েছে।বাকি অংশটুকু পাড় বাঁধানো হলে তারপর ভাঙ্গার ভয় থাকবে না।তবে এই বিষয়ে ফেল উদ্যোগ নেওয়া হবে বলে জানান খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সদস্য রেখা বিশ্বাস।
বাড়ছে দামোদরের জল, আতঙ্কে গৈতানপুরের মানুষ
Posted by Sangbad Ekalavya on Thursday, June 24, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊