এবার লিমিট ছাড়াই ডাটা ব্যবহার করুন VI, আসলো নতুন প্যাক
সম্প্রতি No Daily Data Limit Plan হাজির করেছে এয়ারটেল ও জিও। No Daily Data Limit Plan-এ প্রতিদিন ডাটা ব্যবহারের কোনো লিমিট নেই। এবার ভোডাফোনের তরফেও লঞ্চ করা হল এমন অফার। ৪৪৭ টাকার প্যাক নিয়ে হাজির হল ভোডাফোন।
Vodafone Idea বা Vi-এর ৪৪৭ টাকার প্যাক:
এটি একটি প্রিপেইড প্যাক
গ্রাহকদের ৪৪৭ টাকা খরচ করতে হবে
এই রিচার্জ প্যাকে গ্রাহকদের ৫০GB ডেটা অফার করা হবে
প্ল্যানটির ভ্যালিডিটি ৬০ দিন
এই ৬০ দিনের যে কোনও সময়, যত দিন খুশি আপনি ৫০ GB ডেটা ব্যবহার করতে পারবেন।
যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং অফার করা হবে।
প্রতিদিন ১০০ SMS কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই পাঠানোর সুযোগ।
Vi Movies And TV, অরিজিনাল কন্টেন্ট, লাইভ TV এবং নিউজ কন্টেন্টও অফার করা হবে গ্রাহকদের।
এয়ারটেল, জিও-র মতো এবার একি পথে হেঁটে নো ডেইলি ডাটা লিমিট প্ল্যান নিয়ে হাজার হল ভোডাফোন। এই রকম প্ল্যানে এয়ারটেলে খরচ ৪৫৬ টাকা এবং জিও-তে খরচ ৪৪৭টাকা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊