WhatsApp -র ভয়েস মেসেজ এখন নিমেষেই কনভার্ট করুন টেক্সটে
একাধিক নিত্য নতুন ফিচার্স এনে চমক দিয়ে চলছে বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp । এবার WhatsApp ভয়েস মেসেজকে নিমেষেই পরিবর্তন করে ফেলুন টেক্সটে আর রেহাই পান টাইপ করা থেকে।
অ্যানড্রয়েড ডিভাইসে কিভাবে ভয়েস মেসেজকে টেক্সট করবেন:
- Google Play Store থেকে Transcriber for WhatsApp অ্যাপ ডাউনলোড করুন।
- এবার অ্যাপ ওপেন করে ওয়েলকাম কার্ডে 'Done' সিলেক্ট করুন।
- যে WhatsApp ভয়েস মেসেজ কনভার্ট করতে চান, সেটি ট্যাপ করে, হোল্ড করুন।
- এবার শেয়ার আইকনে ট্যাপ করে Transcriber অ্যাপ সিলেক্ট করুন।
- নিজে থেকেই সেই ভয়েস মেসেজ টেক্সট মেসেজে কনভার্ট হয়ে যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊