'বিজেপির সাথে লিভ-ইনে ছিলাম। তাই বিজেপি ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না।' ভাইরাল মুকুলের চিঠি শেয়ার করলেন শ্রীলেখা
“বিজেপিতে আমি এতদিন যোগদান করিনি। বিজেপির সাথে লিভ-ইনে ছিলাম। তাই বিজেপি ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না।” মুকুল রায় (Mukul Roy) আর শুভ্রাংশু রায়ের তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে ফিরলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। আজই তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়। আজ বেলা ৩টায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের সাথে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে ফিরলেন মুকুল রায়। আজ দুপুরে ছেলে শুভ্রাংশুকে সঙ্গে নিয়ে তৃণমূল ভবনে পৌঁছান মুকুল রায়।
এই বৈঠকের পর বিকেল সাড়ে চারটায় সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তৃণমূলে যোগ দিলেন মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায়।
আর এই দল বদল নিয়েই ট্রোল শুরু হয় স্যোসাল মিডিয়ায়। সম্প্রতি ট্রেন্ডিং নুসরত জাহানের দাম্পত্য সম্পর্ক নিয়ে নুসরতের বক্তব্যের নিরিখে একটি মুকুল রায়ের নামে একটা চিঠি ভাইরাল হয়। সেই চিঠিই স্যোসাল মিডিয়ায় শেয়ার করেন শ্রীলেখা মিত্র।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊