পুর্ব বর্ধমানে তৃণমূলিদের টাকা দিয়ে মিলছে করোনা ভ্যাকসিন!





পুর্ব বর্ধমানে তৃণমূলিদের টাকা দিয়ে মিলছে করোনা ভ্যাকসিনের।সাম্প্রতিক এই ধরনের একটা খবর, একটা সংবাদ পত্রে প্রকাশের পর- ই নড়ে চড়ে বসলো বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস।  


বর্ধমান পৌরসভায় এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক বলেন  একটি কাগজে দেখা গেছে পূর্ব বর্ধমানে তৃণমূলিদের টাকা দিয়ে পাওয়া যাচ্ছে করোনা ভ্যাকসিন। এটা সম্পুর্ন মিথ্যা কথা।গোটা পশ্চিমবাংলার কোথাও সরকারী ভ্যাকসিন টাকা দিয়ে কিনতে হয়না।এটা একটা মিথ্যা খবর প্রকাশিত হয়েছে বলে জানান বিধায়ক। 


বিধায়ক বলেন এটা বিরোধী রাজনৈতিক দলের লোকেরা প্রচার করছে বলে জানান তিনি।এই মহামারীর সময় করোনা ভ্যাকসিন দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।বর্তমানে ভারতবর্ষে ১২৩ কোটি মানুষের মধ্যে প্রথম ডোজের ভ্যাকসিন পেয়ে মাত্র ২৩ কোটি মানুষ।দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পেয়েছে ৬ কোটি মানুষ।পশ্চিমবাংলায় ৯ কোটি মানুষের মধ্যে ২ কোটি মানুষ ভ্যাকসিন পেয়েছে।এই দুকোটির মধ্যে ৫০ লক্ষ ভ্যাকসিন কিনে রাজ্যের মানুষ কে দেওয়া হয়েছে বলেন খোকন দাস।


সাম্প্রতিক বর্ধমান শহরের একটি ক্লাবের উদ্যোগে কোলকাতার একটি বেসরকারি নার্সিংহোমের সহযোগীতায় বর্ধমান শহরে টাকার বিনিময়ে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে বিধায়ক বলেন এর সাথে রাজ্যসরকারের কোনো সম্পর্ক নেই।

বর্ধমানে তৃণমূলীদের টাকা দিয়ে মিলছে ভ‍্যাকসিন!

Posted by Sangbad Ekalavya on Thursday, June 24, 2021