দলীয় প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে অভিযোগে পোস্টারময় দুর্লভপুর





রঞ্জিত ঘোষ, বাঁকুড়া 



তৃনমূলের বাঁকুড়ার সালতোড়া বিধান সভার প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে চাকরীর নামে টাকা তোলা সহ একাধিক দূর্নীতির অভিযোগ তুলে তাকে গৃহ শত্রু বিভীষণ আখ্যা দিয়ে বৃহস্পতিবার পোস্টার পড়ল বাঁকুড়ার দুর্লভপুরে সংলগ্ন এলাকায় । পোস্টারে প্রাক্তন বিধায়কের সম্পত্তির তদন্তেরও দাবি জানানো হয়েছে। তৃনমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ও সমর্থকবৃন্দের নামে ছাপানো পোস্টার গুলি নজরে আসে শালতোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্লভপুর মোড় সংলগ্ন এলাকার মানুষের। পোস্টারগুলি চোখে পড়তেই এলাকায় শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। অভিযুক্ত বিধায়ক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন। 




বাঁকুড়ার শালতোড়া বিধানসভা কেন্দ্রে ২০১১ সালে প্রথম জয়লাভ করেন তৃনমূলের স্বপন বাউরী। ২০১৬ সালেও তিনি একই আসন থেকে জিতে বিধায়ক হন। ২০২১ এর নির্বাচনে দলের দশ বছরের ওই বিধায়ককে টিকিট দেয়নি তৃনমূল। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে শালতোড়া আসনে জয়লাভ করে বিজেপি। এরপর থেকেই ওই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বারেবারে প্রকাশ্যে আসতে শুরু করে তৃনমূলের একাধিক গোষ্ঠীর মধ্যে দ্বন্দ। পোস্টারে উল্লেখ থাকা তৃনমূলের একনিষ্ঠ কর্মী ও সমর্থক কারা সে সম্পর্কে স্পষ্ট কোনো ইঙ্গিত মেলেনি। তবে রাজনৈতিক মহলের ধারণা শালতোড়া বিধানসভা কেন্দ্রের তৃনমূলের একনিষ্ঠ কর্মী ও সমর্থক দের নামে ছাপানো পোস্টার দেওয়ার ঘটনা তৃনমূলেরই গোষ্ঠীদ্বন্দের ফসল। 



পোস্টারে স্পষ্ট ভাবে প্রাক্তন বিধায়ক স্বপন বাউরীর বিরুদ্ধে চাকরীর নামে বেকার যুবকদের কাছ থেকে টাকা নেওয়া ও পরোক্ষে আয়ের সাথে সঙ্গতিবিহীন সম্পত্তির অভিযোগ তুলে তদন্তের দাবির পাশাপাশি তাকে দল থেকে বহিস্কারের দাবিও জানানো হয়েছে। পোস্টারে তার বিরুদ্ধে তোলা সব অভিযোগ অস্বীকার করে প্রাক্তন বিধায়ক স্বপন বাউরী বলেন, এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক,আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা দলের জেলা ও রাজ্য নেতৃত্বকে জানানোর পদ্ধতি রয়েছে সেখানে জানানো হোক, এভাবে রাতের অন্ধকারে পোস্টার দিয়ে কুৎসা করে দলের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা চলছে।