রাজ্য যুব সভাপতি থেকে সড়লেন অভিষেক, নতুন সভানেত্রী হলেন সায়নী ঘোষ
রাজ্যে বিপুল জয়ের পর মসনদে ফিরে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দুপুরে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। এরপর মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পুর প্রশাসক এবং শাখা সংগঠনের প্রধানদের নিয়ে হয় কোর-কমিটির বৈঠক। একটি বৈঠক হয় সরাসরি, আর একটি বৈঠক হয় ভার্চুয়ালি।
আজ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বৈঠকেই রাজ্য যুব সভাপতির পদ থেকে ইস্তফা দেন অভিষেক বন্দোপাধ্যায়। আর সেই পদে দায়িত্ব পাচ্ছেন অভিনেত্রী সায়নী ঘোষ।
এদিন দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, শ্রমিক-কৃষক-মহিলা সংগঠনের একাধিক পদে রদবদল করা হয়েছে। শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় শ্রমিক সংগঠনের সভানেত্রী হচ্ছেন দোলা সেন।
তিনি আরো জানান, সর্বভারতীয় মহিলা সংগঠনের সভানেত্রী হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার। কৃষক সংগঠনের রাজ্য সভাপতি হতে চলেছেন পূর্ণেন্দু বসু। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন কুণাল ঘোষ। পাশাপাশি, বঙ্গ জননী বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে মালা রায়কে। তৃণমূলের কালচারাল সেলের প্রধান হচ্ছেন রাজ চক্রবর্তী।
পাশাপাশি রাজ্যের বাইরেও দলের বিস্তারে কাজ করতে শুরু করছে তৃণমূল। আর সেই কাজের দায়িত্বভার থাকছে সাংসদদের ওপর। এছাড়াও, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃঢ় নেতৃত্বকে কুর্নিশ জানিয়েছে দল।’
দলীয় নেতৃত্বকে ভাবমূর্তি উজ্জ্বল রাখতে কড়া বার্তা দেন। মমতা বলেন, ভাবমূর্তি স্বচ্ছ রাখতে হবে। গরু-কয়লা কেলেঙ্কারিতে যেন কেউ না জড়িয়ে পড়েন। কথায় কথায় লালবাতি লাগানো গাড়ি ব্যবহার নয়।’

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊