অসুস্থ মিমি চক্রবর্তী 





মঙ্গলবার কসবায় ভুয়ো ভ‍্যাকসিন ক‍্যাম্প থেকে ভ‍্যাকসিন নিয়েছিলেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। এরপর আজ ভোর রাতে অসুস্থ হয়ে পরেন মিমি। পেট ব‍্যাথা তাঁর। ভোরেই ডাক্তার এসে দেখে যান তাঁকে। জানা যাচ্ছে গলব্লাডারে সমস‍্যা আগে থেকেই রয়েছে মিমির। বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানান মিমির জনসংযোগ আধিকারিকরা। 




ভুয়ো ভ‍্যাকসিন কাণ্ড নিয়ে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক থেকে সব রকম কর্মসূচী ইতিমধ‍্যে বাতিল করা হয়েছে। 




কসবায় একটি ভ‍্যাকসিন ক‍্যাম্পে আমন্ত্রিত হয়ে সেখানে গিয়ে ভ‍্যাকসিনের প্রথম ডোজ নেন মিমি। এরপর সার্টিফিকেট না আসায় খোঁজ নিয়ে জানতে পারেন কারোর সার্টিফিকেট আসেনি। সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ করেন মিমি। অভিযোগ পেয়ে ভুয়ো ভ‍্যাকসিন কাণ্ডে ভুয়ো আইএএস অফিসার ও জয়েন্ট কমিশনার অফ কলকাতা কর্পোরেশনের পরিচয় দিয়ে ভ্যাকসিনেশন ড্রাইভের আয়োজন করা দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। 




এর আগে বৃহস্পতিবার তিনি জানান, তিনি সুস্থ আছেন। তিনি বলেন, ' আমার সঙ্গে অনেকে ভ্য়াকসিন নিয়েছিলেন, তবে আমি যদি সুস্থ থাকি, আমার ভরসা আপনারাও সুস্থ থাকবেন। কেবল ভয় পাবেন না। স্যাম্পেল চলে গিয়েছে। আমার মনে হয় ওই ভ্যাকসিনে ক্ষতিকারক পদার্থ কিছু ছিল না। তবে সম্ভবত ভ্যাকসিনও ছিল না। তবে দেবাঞ্জন দেব নামে এই লোকটি আরও অনেকগুলো ক্যাম্প করেছে ইতিমধ্যেই। যাঁরা এমন কোনও ক্যাম্পে ভ্যাকসিন নিয়েছেন তাঁরা কলকাতা কর্পোরেশন বা কাছাকাছি পৌরসভায় যোগাযোগ করুন। পরবর্তী পদক্ষেপ কী তা জানুন। নিজের শরীরের খেয়াল রাখুন।'