Latest News

6/recent/ticker-posts

Ad Code

Udyam Registration: সকল ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের জন্য উদ্যম রেজিস্ট্রেশন, কীভাবে করবেন জেনে নিন

 সকল ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের জন্য (MSME)  উদ্যম রেজিস্ট্রেশন, কীভাবে করবেন জেনে নিন 



আজ থেকে শুরু হলও  উদ্যম রেজিস্ট্রেশন (Udyam Registration)। অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্প মন্ত্রক (MSME) নতুন ভাবে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছে। এতে যেমন নতুন ভাবে রেজিস্ট্রেশন করা যাবে তেমনি পুরানো যাদের উদ্যোগ আধারে রেজিস্ট্রেশন ছিল তারাও পুনরায় এখানে রেজিস্ট্রশন করতে পারবেন। 

মন্ত্রক জানিয়েছে এই রেজিস্ট্রেশন একমাত্র মন্ত্রকের নিজস্ব পোর্টালে অনলাইনে করতে হবে। 
www.udyamregistration.gov.in - এই নতুন পোর্টালটিতেই রেজিস্ট্রেশন করতে হবে। অফলাইনে বা অন্য কোথাও করা যাবে না। 


এই রেজিস্ট্রেশন (Udyam Registration) একদিকে যেমন সম্পূর্ণভাবে অনলাইনে হবে-তেমনি এর জন্য কোন কাগজ জমা করতে হবে না। সেলফ দিক্লারিয়েশনের উপর ভিত্তি করেই এই রেজিস্ট্রেশন করা যাবে। কোন প্রমানপত্র আপলোড করতে হবে না ।  

রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই ব্যক্তির আধার নাম্বার আবশ্যক। 

রেজিস্ট্রেশন হয়ে গেলেই একটি রেজিস্ট্রেশন নাম্বার সাথে সাথে দিয়ে দেওয়া হবে। এই সাথে একটি সার্টিফিকেট ও দেওয়া হবে। 

সার্টিফিকেটটিতে একটি করে QR  কোড দেওয়া থাকবে- যা থেকে প্রতিষ্ঠানের সমস্ত তথ্য পাওয়া যাবে। 

এই রেজিস্ট্রেশন একবার হয়ে গেলে রেন্যুয়ালের কোন প্রয়োজন হবে না। 

প্যান কার্ড এবং GST নাম্বার লিঙ্ক করা যাবে, এর ফলে স্বতস্ফুর্ত ভাবে আর্থিক হিসাব সরকারের কাছে জমা পড়বে। 

এই রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স এবং GSTIN  এর সাথে সরাসরি যুক্ত থাকবে। 

যাদের EM-II  অথবা UAM  কিংবা অন্য যে কোন রেজিস্ট্রেশন রয়েছে তাদের এখানে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে। 

এই রেজিস্ট্রেশনে কোন রকম অসুবিধার  সম্মুখীন হলে চাম্পিয়ন কন্ট্রোল রুম এবং DIC  সাহায্য করবে। 

এই রেজিস্ট্রেশনে কোন রকম অর্থের প্রয়োজন পড়বে না। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code