বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে হসপিটালে ঝটিকা সফরে বিধায়ক




রঞ্জিত ঘোষ, বাঁকুড়া 


শুক্রবার সকাল নাগাদ হঠাৎই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঝটিকা সফরে আসেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। সেখানে গিয়ে তিনি প্রথমে পরিদর্শন করেন হাসপাতালের বহির্বিভাগ। পরক্ষণেই তিনি পৌঁছে যান হসপিটালের থ্যালাসেমিয়া ইউনিটে। সেখানে গিয়ে তিনি দেখেন রক্ত নিতে আসা প্রায় শতাধিক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু রক্ত নেওয়ার জন্য প্রচন্ড গরমের মধ্যে বসে আছে। হাতে চ‍্যানেল লাগানো অবস্থাতেই কেউ হাত পাখা, কেউ মোটা কাগজ দিয়ে বাতাস করছে। 




এমতাবস্থায় বিধায়ককে কাছে পেয়ে রোগী ও তাদের পরিবারের লোকেরা দাবি করেন, থ্যালাসেমিয়া ইউনিটে ফ্যানের সংখ্যা কম তাই বাধ্য হয়েই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা প্রচন্ড গরমের মধ্যে বসে প্রহর গুনছে রক্ত নেওয়ার জন্য। এছাড়াও থ্যালাসেমিয়া রোগী ও তাদের পরিবারের সদস্যদের নানান অভাব-অভিযোগের কথাও শোনেন বাঁকুড়ার বিধায়ক নীলদ্রী শেখর দানা । এবং সেখান থেকে উঠে আসা সমস্ত অভাব-অভিযোগ নিয়ে তিনি আলোচনা করেন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। 



ঝটিকা সফর শেষে তিনি বলেন, বিভিন্ন অভাব-অভিযোগ গুরুত্ব সহকারে দেখে সমাধানের আশ্বাস দিয়েছে হাসপাতাল কতৃপক্ষ ।

বাঁকুড়া সম্মিলনী মেডিক‍্যাল কলেজ হাসপাতালে ঝটিকা সফরে বিধায়ক

Posted by Sangbad Ekalavya on Friday, June 25, 2021