Latest News

6/recent/ticker-posts

Ad Code

লক ডাউনের তৃতীয় পর্যায়ের শেষেও অসচেতন মানুষ, মাঠে পুলিশ

লক ডাউনের তৃতীয় পর্যায়ের শেষেও অসচেতন মানুষ, মাঠে পুলিশ


সুজিত মন্ডল, পূর্ব মেদিনীপুর 


রাজ্যে লকডাউনের তৃতীয় পর্যায় শেষের দিকে কিন্তু বলাইপণ্ডা বাজারসহ বিভিন্ন বাজারের পরিস্থিতি দেখে ময়না প্রশাসনের দুশ্চিন্তা বাড়লো। লকডাউনের প্রথম পর্যায় থেকে প্রশাসনের তরফ থেকে লাগাতার মাইকিং করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষের হুশ ফিরল না। বাজারগুলিতে বেশিরভাগ লোকের মুখে মাস্ক নেই। করোনা বিধি না মেনে চলছে বেচাকেনা। এরূপ পরিস্থিতি দেখে ময়না পুলিশ প্রশাসনে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ও জনগণকে সচেতন করেন ।

প্রশাসনের তরফ থেকে বলা হয় মাস্ক বিহীনভাবে অকারণে যত্রতত্র ঘুরে বেড়ালে প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিন বেশকিছু এলাকায় জনসাধারণকে কান ধরে উঠবস করানো হয়,যাদের মুখে মাস্ক নেই তাদেরকে মাস্ক পড়তে বাধ্য করা হয়। আজ বিভিন্ন বাজার কমিটিকে করোনা সচেতনতামূলক বেশকিছু নির্দেশ পালন করতে বলা হয়। 


করনা বিধি মেনে বাজার গুলিকে নির্দিষ্ট টাইমে খোলা বন্ধ করতে বলা হয়েছে এবং স্যানিটাইজার করতে বলা হয়েছে। ময়না প্রশাসনের এই উদ্যোগকে অনেকে সাধুবাদ জানিয়েছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code