প্রকাশ্যে তাপসী পান্নুর ও বিক্রান্ত মেসির ভালোবাসার রক্তাক্ত কাহিনী ‘হাসিন দিলরুবা’র ট্রেলার



প্রকাশ পেল তাপসী পান্নুর ও বিক্রান্ত মেসির ছবি ‘হাসিন দিলরুবা’র ট্রেলার। তাপসী পান্নুর ও বিক্রান্ত মেসির সঙ্গে এই ছবিতে রয়েছেন ‘সনম তেরি কসম’ সিনেমা খ্যাত হর্ষবর্ধন রানে। শুক্রবার প্রকাশ‍্যে আসে ট্রেলর। ভালবাসার এক রক্তাক্ত কাহিনির ঝলক উঠে এসেছে ট্রেলরে। নতুন এই ছবিটি পরিচালনা করেছেন পরিচালক ভিন্নিল ম্যাথিউ। 




২০২০ সালের ১৮ জানুয়ারি হরিদ্বারে ছবির শুটিং শুরু হওয়ার পর করোনা সংক্রমণের জেরে জারি লকডাউনে নিউ নর্ম‍্যালে শ‍্যুটিং শেষ হয়। সিনেমা হলে সিনেমাটি রিলিজ করার ইচ্ছে থাকলেও বর্তমান পরিস্থিতির জেরে ওয়েবেই রিলিজ হচ্ছে এই ছবি। জুলাই মাসে নেটফ্লিক্সে মুক্তি পাবে তিনজনের আসন্ন ছবি ‘হাসিন দিলরুবা’ । 




প্রেম, বিয়ে, বিশ্বাসঘাতকার পাশাপাশি খুনের রহস্যে মোড়া এই ছবি। এমনটাই মনে হচ্ছে ট্রেলর দেখে। মধ্যবিত্ত পরিবারের ছেলে বিক্রান্ত ঋষভের ভূমিকায় বিয়ে করেছেন রানী চরিত্রে অভিনয় করা তাপসীকে। জীবন থেকে চাহিদা ভিন্ন হওয়ায় নীলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যেই আবার রানির স্বামী খুন হয়ে যায়। খুনি কে? এই প্রশ্ন নিয়েই এগিয়ে চলে গল্প।




ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সিআইডি’ ধারাবাহিক খ্যাত আদিত্য শ্রীবাস্তব। খুনের তদন্তকারী অফিসার হিসেবে দেখানো হয়েছে তাঁকে। ২ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাবে সাসপেন্স থ্রিলার ছবিটি।