বাড়ছে ATM থেকে টাকা তোলার চার্জ, ইন্টারচেঞ্জ ফিও জানুন বিস্তারিত 




বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে এটিএম লেনদেনের নিয়মে বড়সড় পরিবর্তনের অনুমোদন দিল রিজার্ভ ব্যাঙ্ক। সমস্ত নগদ ও ক্যাশলেস এটিএম লেনদেনের ক্ষেত্রে শুল্ক বৃদ্ধিতে সবুজ সংকেত দিয়েছে আরবিআই। এমনকি বাড়ছে ইন্টারচেঞ্জ ফি-ও। প্রতিমাসে নির্দিষ্ট সংখ‍্যকবার এটিএম ব‍্যবহারের পর যে চার্জ কাটতো বাড়ছে তার পরিমান। আগে এই চার্জ ছিল ২০ টাকা এখন তা হবে ২১ টাকা‌। ২০২২-র জানুয়ারী থেকেই এই নতুন চার্জ কার্যকর হবে বলে খবর।




গ্রাহকরা তাঁদের ব্যাঙ্কের এটিএম থেকে এক মাসে ৫ বার বিনামূল্যে লেনদেন করতে পারেন। এর বাইরে মেট্রো শহরে অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে ৩ বার এবং নন-মেট্রো শহরে ৫ বার বিনামূল্যে লেনদেনও করতে পারেন। এই নিয়ম আগামী ২০২২-র ১লা জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে এমনটাই জানাচ্ছে আরবিআই-র নির্দেশিকা। 




এদিকে নতুন নির্দেশিকায় ইন্টারচেঞ্জ ফি-ও বাড়ানোর অনুমতি দিয়েছে আরবিআই। নতুন নিয়ম অনুযায়ী, অন্য ব্যাঙ্কের এটিএম-এ আর্থিক লেনদেনের জন্য এখন থেকে ১৫ টাকার পরিবর্তে ১৭ টাকার ইন্টারচেঞ্জ ফি দিতে হবে। এর পাশাপাশি নন-ফাইনান্সিয়াল লেনদেনের জন্য ৫ টাকার পরিবর্তে ৬ টাকা করে দিতে হবে। জানা যাচ্ছে, চলতি বছর ২০২১ সালের ১ আগস্ট থেকে এই নীতি কার্যকর হবে। 




আপনার ব‍্যাঙ্কের এটিএম-র পরিবর্তে অন‍্য ব‍্যাঙ্কের এটিএম থেকে লেনদেন করলে আপনার ব্যাঙ্ক ওই ব‍্যাঙ্ককে একটা ফি প্রদান করে যা ইন্টারচেঞ্জ ফি। ২০১২ সালের অগাস্টের পর এবার বাড়লো ইন্টারচেঞ্জ ফি। দেশজুড়ে এটিএম তৈরীর ক্রমবর্ধমান ব্যয় এবং ব্যাঙ্কগুলির এটিএম রক্ষণাবেক্ষণের খরচ বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত এমনটাই জানা গেছে পিটিআই সূত্রে।