Latest News

6/recent/ticker-posts

Ad Code

পথ দুর্ঘটনায় গুরুতর জখম অভিনেত্রী লিজা বেনস

পথ দুর্ঘটনায় গুরুতর জখম অভিনেত্রী লিজা বেনস 




পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলিউড অভিনেত্রী লিজা বেনস । গুরুতর জখম নিয়ে ভর্তি হাসপাতালে। নিউ ইয়র্কের মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালে ভর্তি তিনি। রয়েছেন আইসিইউতে। মার্কিন টেলিভিশনের বিভিন্ন শো ও বহু হলিউড ছবিতে অভিনয় করেছেন লিজা বেনস। 



লিজার ম‍্যানেজার ডেভিড উইলিয়ামস জানিয়েছেন, শনিবার রাতে একটি স্কুটারের ধাক্কায় গুরুতর জখম হন লিজা। দুর্ঘটনাটি ঘটে নিউইয়র্কের ম্যানহাটনের লিংকন সেন্টারের কাছে। নিজের পুরনো স্কুল জুলিয়ার্ড-এ যাওয়ার জন্য অভিনেত্রী অ্যামস্টারডাম অ্যাভিনিউ-এর রাস্তা পার হচ্ছিলেন তিনি সেসময়েই ঘটে দুর্ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যেই হিট অ্যান্ড রান-এর মামলা দায়ের করেছেন পুলিস। তবে এখনও স্কুটার চালকের খোঁজ পাওয়া যায়নি।



হলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১৪- য় তার অভিনীত 'গন গার্ল' ছবিটি বেশ সাড়া ফেলে।গন গার্ল' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ১৯৮৮ সালে ককটেল ছবিতে টম ক্রুজের সঙ্গেও অভিনয় করেছেন তিনি। 'ন্যাশভিলে', 'মাস্টার অফ সেক্স', 'ম্যাডাম সেক্রেটারি' সহ একাধিক টেলি শোয়ে অভিনয় করেছেন লিজা। দেখা গিয়েছিল একাধিক টেলিভিশন শো-তেও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code