করোনা টিকা রেজিস্ট্রেশনে নয়া অ্যাপ আনলো রাজ‍্য, কিভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত 





এর আগে করোনা সংক্রান্ত আপডেটের জন‍্য কেন্দ্রের CoWin পোর্টালের পাল্টা পোর্টালBenVax এনেছিল রাজ‍্য। এবার এবার নিয়ে এল অ্যাপ। করোনা থেকে বাঁচতে একমাত্র হাতিয়ার ভ‍্যাকসিন। আর সেই ভ‍্যাকসিনেশনের জন‍্য রাজ‍্যের নয়া অ্যাপ যার পোশাকি নাম CVR অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই নাম নথিভুক্ত ও টিকা নেওয়ার স্লট বুক করতে পারবেন রাজ্যবাসী।অ্যাপটির উদ্বোধন করেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।




শুধু তাই নয় এবার থেকে হোয়াটস অ্যাপেও কড়া যাবে ভ‍্যাকসিনের রেজিস্ট্রেশন। এরজন‍্য একটি হোয়াটস অ্যাপ নম্বর প্রকাশ করেছে রাজ‍্য।রাজ্যের স্বাস্থ্যদপ্তর জানাচ্ছে, 8335999000 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠালেই ধাপে ধাপে ভ্যাকসিন কেন্দ্র ও টিকা নেওয়ার স্লট বুক করে নিতে পারবেন ইউজাররা। 




কেন্দ্রের কো-উইনের মতোই এই অ্যাপে ঢুকে নিজের নাম ও পরিচয়পত্র দিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে কখন কোথায় কোন তারিখে টিকা নিতে চান, সেই সময় বেছে নেওয়া যাবে। রাজ্যের নিজস্ব CVR অ্যাপের ব্যবহারেই রাজ্যের টিকাকরণে গতি আনবে বলেই আশাবাদী সরকার।