এবছরও সৌদি আরবে হজে যেতে পারবে না ভারতীয়রা 




ইসলাম ধর্মের পবিত্র যাত্রা হজ। প্রতি বছর ইসলাম ধর্মলম্বীরা আরবের মক্কায় হজে যান। তবে করোনা সংক্রমণের জের প্রথমবার ২০২০-তে হজ বন্ধ করে দিয়েছিল। একুশে করোনা থেকে কিছুটা সামলে উঠলেও ফের সংক্রমণ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। ফলে এবছরেও দেশবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখেই হজ যাত্রা নিয়ন্ত্রণ করছে সে দেশের সরকার। 



এ বছর ভারত থেকে কেউ সৌদি আরবে হজে যেতে পারবেন না। সোমবার একদম স্পষ্ট করে দিল কেন্দ্র। যাঁরা যাঁরা হজ যাত্রার আবেদন জানিয়েছিলেন, সেগুলিও এদিন বাতিল করা হল। করোনার কারণেই এ বছরও এই যাত্রা বাতিল করা হল। 



সৌদি আরব সরকারের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র সেই দেশের বাসিন্দারা সীমিত সংখ্যায় হজ করতে পারবেন। এবছর আন্তর্জাতির তীর্থযাত্রীদের সে দেশে ঢোকার অনুমতি নেই। সে কথা জানিয়েছে ভারতের হজ কমিটি। ওই কমিটির সিদ্ধান্তকে মান্যতা দিয়ে ভারতে জমা পড়া হজ আবেদন বাতিল করা হল।



সংখ্যালঘু সম্প্রদায় উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী মুখতার আব্বাস নকভি জানিয়েছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব সরকারের পাশে আছে ভারত। তাই সে দেশের হজ বাতিলের সিদ্ধান্তকে মান্যতা দিল ভারতও। 



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, করোনাযুদ্ধে ভারত সৌদি আরবের পাশে আছে। তাই তাদের সিদ্ধান্ত মেনেই এবার ভারত থেকে কেউ হজে যাবেন না।”