কোউইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়, সরাসরি টিকা কেন্দ্রে নেওয়া যাবে টিকা
টিকা নিতে কোউইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়, সরাসরি টিকা কেন্দ্রে নেওয়া যাবে টিকা, নির্দেশিকা জারি কেন্দ্রের।
করোনার টিকা পেতে এখন আর বাধ্যতামূলক নয় কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন এমনটাই জানিয়ে নির্দেশিকা জারি করল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুসারে করোনা ভ্যাকসিন পেতে কোউইন অ্যাপের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন অথবা বুকিং আর বাধ্যতামূলক নয়। ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ কোউইনে রেজিস্ট্রেশন বা বুকিং ছাড়াই সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে পাবেন কোভিডের টিকা।
জানানো হয়েছে, কোউইন কোভিড টিকাকরণে একটি অন্যতম পন্থা । তবে রেজিস্ট্রেশন না থাকলে টিকাকরণ আটকাবে না। গ্রামীণ এলাকায় স্বাস্থ্যকর্মী, আশাকর্মীদের সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে যেখানে।
বিবৃতিতে আরো জানানো হয়েছে, 'কোউইন অ্যাপে এখনও পর্যন্ত যে মোট ২৮.৩৬ কোটি মানুষ রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্যে ১৩ জুন পর্যন্ত ১৬.৪৫ কোটি মানুষেরই (৫৮ শতাংশ) টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। অনেক টিকা গ্রহিতার ক্ষেত্রেই টিকাদান কেন্দ্রেই কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করানো হয়েছে।'
কোউইন অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে ১৩ জুন পর্যন্ত মোট ২৪.৮৪ কোটি করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে ১৯.৮৪ কোটি (প্রায় ৮০ শতাংশ) ভ্যাকসিনেশনের ক্ষেত্রেই কোউইন অ্যাপে অন স্পট রেজিস্ট্রেশন করানো হয়েছে।
টিকাকরণ প্রক্রিয়া গ্রামীণ অঞ্চলে ভালো হয়েছে বলেই জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, '২৩.৫ কোটি টিকাকরণের পরও কোভিড সংক্রান্ত ইস্যুতে ৪৮৮ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে। যা শতাংশের হিসেবে মাত্র ০.০০০২ শতাংশ।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊