'স্কুল খোলা থাকলে খরচ, বার খোলা থাকলে লাভ' - নতুন বিধিনিষেধ নিয়ে কটাক্ষ দিলিপের 





করোনার জেরে রাজ‍্যে জারি কড়া বিধি নিষেধে সোমবার কিছুটা ছাড় দিয়েছে রাজ‍্য। বার, মল খোলার বিষয়ে অনুমতি মিললেও স্কুল খোলার অনুমতি মেলেনি। আর তাই নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিদৈপি রাজ‍্য সভাপতি দিলিপ ঘোষ। 


রাজ্য সরকারের নতুন বিধিনিষেধকে দিলীপ ঘোষের কটাক্ষ, স্কুল চালু থাকলে সরকারের খরচ হয়। আর বার খোলা থাকলে সরকারের লাভ হয়। বার খোলা থাকলে পার্টির নেতারা মজা-মস্তি করবে। তাই স্কুল বন্ধ করে নির্দিষ্ট সময়ে বার খোলার অনুমতি দেওয়া হয়েছে। 


শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন করে তৈরি হওয়া জল্পনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, ঢেউতে অনেকেই এসেছিলেন নিজের মতো করে। আবার তাঁরা নিজের মতো করেই চলে যাচ্ছেন। এতে পার্টির কোনও ক্ষতি হবে না। পার্টির পুরোনো নেতারা একই ভাবে দলের সঙ্গে আছেন।


রাজ‍্যপাল জগদীপ ধনকড়কে তৃণমূল নেতাদের আক্রমণ নিয়ে এদিন দিলিপ ঘোষের অভিযোগ, রাজ্যপাল শুরু থেকেই বুক চিতিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছেন। সেই কারণে তাঁকে অপমানের অনেক চেষ্টা করা হয়েছে।