নতুন দায়িত্বভার গ্রহণ করা অফিসার ইনচার্জ অ্যান্টনি হোড়ের সাথে সৌজন্য সাক্ষাত সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের 






আজ বুধবার সকালে দিনহাটা ২নম্বর ব্লকের সাহেবগঞ্জ থানার নতুন দায়িত্বভার গ্রহণ করা অফিসার ইনচার্জ অ্যান্টনি হোড়ের সাথে দেখা করলেন, সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসে নেতৃত্বরা।


আজ সকালবেলা থানার নতুন ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি পুলিশ আধিকারিককে পুষ্পস্তবকের মধ্য দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন সাহেবগঞ্জ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ বর্মন (অপু)


আজকের এই সৌজন্য সাক্ষাৎ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ বর্মন (অপু) সহ-সভাপত ময়নাল শেখ এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বরা। সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিজিৎ বর্মন (অপু)জানান আমরা আজ সাহেব গঞ্জ থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি পাশাপশি তার সাথে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


তিনি আরো বলেন যে এই করোনা মহামারী দ্বিতীয় ঢেউয়ের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য পুলিশ কর্তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে সাহেবগঞ্জ যুব তৃণমূল কংগ্রেস কাজ করবে।