'রাজ্যপাল তাঁর সাংবিধানিক সীমা লঙ্ঘন করছেন', সব জায়গায় বিজেপি নেতা সাথে কেন? প্রশ্ন বিমানের 






রাজ‍্য-রাজ‍্যপাল সংঘাত অব‍্যাহত। গতকাল তিনদিনের দিল্লী সফরে গিয়েছেন রাজ‍্যপাল জগদীপ ধনকড়। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা রাজ্যপালের চিঠি ঘিরে নবান্ন ও রাজভবনের সংঘাত প্রকাশ্যে এসেছে। ভোট পরবর্তী হিংসা নিয়েও সুর চড়ান রাজ‍্যপাল। রাজ্যপালের চিঠির কড়া জবাব দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। দিল্লিতে গিয়ে কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে বৈঠকও করেছেন। এই ইস্যুতে এবার সরব হলেন বাম নেতা বিমান বসু ।



এদিন বিমান বসু বলেন, ‘রাজ্যপাল তাঁর সাংবিধানিক সীমা লঙ্ঘন করে কাজ করছেন। তিনি এর আগে উত্তরবঙ্গে গেলেন। সব জায়গায় শুধু বিজেপি নেতাদের সঙ্গে নিয়েই ঘুরছেন। এটা তো ঠিক না। উনি কোথাও যেতে পারেন না, তা বলছি না। যেতে পারেন। কিন্তু, বিজেপি নেতাদের নিয়ে উনি যাবেন কীসের জন্য ? উনি বিজেপির লোক নন। এটা কোনও রাজ্যপালের ভূমিকা হতে পারে না।'



দিল্লি যাত্রা প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ট্যুইটারে কটাক্ষ ক কৃষ্ণনগরের তৃণমূল মহুয়া মৈত্রর। তৃণমূল সাংসদ লেখেন, আঙ্কলজি বলেছেন যে, তিনি দিল্লি যাচ্ছেন। বাংলার রাজ্যপাল সাহেব দয়া করে আর ফিরবেন না।



এদিকে জানা যাচ্ছে, রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে এবার পথে নামছে বামেরা। ভোটের আগে কথায় কথায় যে রাজ্যপালের দ্বারস্থ হত জোট নেতৃত্ব সেই রাজ‍্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধেই পথে নামছে তাঁরা। রাজ্যপাল সংবিধান বিরোধী কাজ করছেন বলে অভিযোগ তাঁদের। রাজ্যপাল জগদীপ ধনকড় যেভাবে প্রতিদিন নিয়ম করে রাজ্যের বিরুদ্ধে কথা বলছেন বা পদক্ষেপ করছেন তা সাংবিধানিক প্রধান হয়ে করা যায় না বলেই বামেদের পক্ষ থেকে প্রতিবাদ করা হবে বলে জানা গিয়েছে।