রোনাল্ডোর মন্তব্যের জের আর্থিক ক্ষতির মুখে Coca-Cola






ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবল জগতের ঈশ্বর। বিশ্বজুড়ে অগণিত ভক্ত তাঁর পরামর্শকে বেদবাক্য বলে মেনে নেয় বদলে যায় হাজারো সমীকরণ। মঙ্গলবার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কোকাকোলার বোতল সরিয়ে রেখে জল খাওয়ার পরামর্শ দিতেই বিপাকে কোকা কোলা। ক্ষতির মুখে পড়ল কোকা কোলা।


এদিন তাঁর সামনে রাখা ছিল দু’টি কোকা-কোলার বোতল। সেগুলি সরিয়ে রেখে জলের বোতল দেখিয়ে রোনাল্ডো বলে দেন, ঠান্ডা পানীয়র চেয়ে জল খাওয়া অনেক বেশি উপকারী। তাঁর এই আবেদনেই রাতারাতি ধাক্কা খেল মার্কিন কোম্পানির ব্যবসা।


কোকা-কোলা জানাচ্ছে, ৫৬.১০ ডলার থেকে নেমে ৫৫.২২ ডলারে এসে পৌঁছেছে। একধাক্কায় ১.৬ শতাংশ পড়ল শেয়ারের দাম। পানীয়টির মার্কেট ভ্যালু ২৪২ বিলিয়ন ডলার থেকে কমে হল ২৩৮ বিলিয়ন ডলার। অর্থাৎ পর্তুগিজ মহাতারকার একটি বাক্যে ৪ বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেল কোকা-কোলার।


বিপুল ক্ষতির মুখে পড়ে শেষমেশ মুখ খুলল কোকা-কোলা। সিআর সেভেনের সেই মন্তব্যের পর ব্যবসা চাঙ্গা করতে শেষমেশ বিজ্ঞপ্তিই জারি করে বলা হয়েছে, “পানীয় নিয়ে প্রত্যেকের পছন্দ আলাদা। যে কেউ নিজেদের ইচ্ছে, প্রয়োজন ও স্বাদ অনুযায়ী ঠান্ডা পানীয় বেছে নিতে পারেন।”