প্যান-আধার সংযুক্ত করতে হবে এমাসেই, আয়করের নতুন পোর্টালে করবেন কিভাবে? জানুন বিস্তারিত
প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা আগামি ৩০শে জুন শেষ হতে চলেছে। মসৃণ আর্থিক লেনদেনের জন্য সরকার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি বাধ্যতামূলক করেছে সরকার। সম্প্রতি নতুন পোর্টাল লঞ্চ করেছে আয়কর। গত ৮ই জুন নতুন পোর্টার লঞ্চ করেছে আয়কর। প্যান কার্ড ও আধার সংযুক্তির প্রক্রিয়া সরল করা হয়েছে এবং সরকারের চালু করা নতুন আয়কর পোর্টালের মাধ্যমে তা অনলাইনেই করা যেতে পারে।
আয়করের নতুন ওয়েবসাইটে কিভাবে প্যান-আধার লিঙ্ক করবেন:
- https://www.incometax.gov.in/iec/foportal/-এ লগ ইন করতে হবে।
- পোর্টালের হোম পেজে স্ত্রল করে নিচে গিয়ে লিঙ্ক আধার অপশনে ক্লিক করতে হবে।
- এরপর নতুন ওয়েব পেজ খুলে যাবে
- এরপর প্যান, আধার নম্বর, নাম ও মোবাইল ফোন নম্বরের মতো প্রয়োজনীয় বিস্তারিত পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় বক্সগুলিতে টিক মার্ক দিতে হবে এবং লিঙ্ক আধারে ক্লিক করতে হবে।
- এরপর নথিভূক্ত মোবাইল নম্বরে আসা ছয় অঙ্কের ওটিপি এন্টার করতে হবে।
- এবং সংযুক্তির প্রক্রিয়ার জন্য ভ্যালিডেট করতে হবে।
আর্থিক লেনদেন ক্ষেত্রে প্যান একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। প্যানের সাথে আধার কার্ড লিঙ্ক করে সরকারের আর্থিক লেনদেনে নজর রাখা ও করফাঁকি এড়ানোর কাজ সহজ একাধিক বিষয় সরল করতেই এই সংযুক্তিকরণ। আধারের সঙ্গে এর সংযুক্তি না ঘটালে সময়সীমার পর তা নিষ্ক্রিয় হয়ে যাবে। এর প্রভাব পড়বে বিভিন্ন আর্থিক লেনদেন এবং পেনশন, স্কলারশিপ, এলপিজি ভর্তুতির মতো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে। তাই সময়ের মধ্যে প্যান-আধার লিঙ্ক করে সমস্যা এড়িয়ে যাওয়াই ভালো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊