লিভ ইন বিতর্কের মাঝেই বিস্ফোরক নুসরত জাহান




বেশ কিছুদিন থেকেই টলি পাড়ার শিরোনামে অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। নিখিল জৈনের বৈবাহিক সম্পর্কের বাইরে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে সাহসী ছবি, রাজনৈতিক প্রচার, অন্তঃস্বত্তা সবেতেই শিরোনামে। সম্প্রতি, নিখিলের সঙ্গে বিয়ে হয়নি লিভ ইন-এ ছিলেন বলে জানিয়ে নয়া বিত‍র্ক সৃষ্টি হয়। এরপর এবার আরো বিস্ফোরক নুসরত।




এবার মিশরের বংশোদ্ভূত আমেরিকান কবি সাবাহ খোদিরের কোট শেয়ার করে ফের এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন নুসরত। যেখানে লেখা হয়েছে, “সকলেই নারীকে শক্তিশালী হওয়ার পরামর্শ দেন। কিন্তু নারী যখন নিজের ক্ষমতায় সেই স্থান অর্জন করেন তখনই হয় মুশকিল। তখনই তাঁকে আবার অন্য চোখে দেখা হয়। তবে ততক্ষণে সেই নারী নিজের বলে বলীয়ান। ফলে, যতই তাঁকে দমিয়ে রাখার চেষ্টা করা হোক, তিনি কারওর কথাই শুনবেন না”




নুসরত-নিখিল সম্পর্ক বিয়ে নাকি লিভ ইন? তা নিয়ে জোর চর্চা চলছে। এদিকে সেপ্টেম্বরেই সন্তান জন্ম দিতে চলেছেন নুসরত এমনটাই খবর। বেবি বাম্পের ছবিও প্রকাশ‍্যে এসেছে তার। ইতিমধ‍্যে সেই সন্তানের বাবা নিখিল নয় বলেও জানিয়ে দিয়েছেন। তবে কি যশ? উঠছে এমন প্রশ্নও। এরপরেই শুরু হয় বিবৃতির প্লাটা বিবৃতি। 




তুরস্কে ঘটা করে করা ডেস্টিনেশন ওয়েডিং ভারতে বৈধ নয় বলেই দাবি নুসরতের। তার দাবি বিয়ে নয় নিখিলের সঙ্গে লিভ ইনে ছিলেন নুসরত। এছাড়াও, একগুচ্ছ অভিযোগ নিখিলের বিরুদ্ধে এনেছে নুসরত। যা নিয়ে চলছে চর্চা। এমন পরিস্থিতিতেই ইঙ্গিতপূর্ণ পোস্টটি শেয়ার করেছেন নুসরত।