Big Breaking News: তৃণমূলের মুকুল ফিরে আসছে তৃণমূলেই !
ফের অস্বস্তিতে রাজ্য বিজেপি। তৃণমূলের মুকুল ফিরে আসছে তৃণমূলেই। আজই তৃণমূলে যোগ দিচ্ছেন মুকুল রায়, খবর সূত্রের। সব ঠিকঠাক থাকলে আজই তৃণমূলে যোগ দেবেন তিনি।
দুপুর দু’টোয় তৃণমূল ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। যেখানে থাকবেন অভিষেক ব্যানার্জি, থাকতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিও। আর আজ তিনটায় তৃণমূলের যোগ দেওয়ার কথা মুকুলের।
প্রসঙ্গত, বিজেপি একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেছিল। যদিও প্রার্থী হতে তেমনটা রাজি ছিলেন না তিনি। তবে ভোটে জিতেছেন মুকুল। গত বিধানসভা নির্বাচনে তাঁকে লোকসভা নির্বাচনের মতো অতটা গুরুত্ব দেয়নি বিজেপি। এনিয়ে অসন্তুষ্ট ছিলেন মুকুল, এমনটাই তাঁর ঘনিষ্ঠ সূত্রের খবর।
গতকাল সৌগত রায়ের মন্তব্যে জল্পনা আরও জোরদার হচ্ছিল। আর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এই খবর আসতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
BJP National Vice President Mukul Roy is likely to join TMC. The decision regarding his joining will be taken after his meeting with the party's top brass in Kolkata today: Sources
— ANI (@ANI) June 11, 2021
(file photo) pic.twitter.com/Q26UmmXX1h
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊