যত্র-তত্র পরে রয়েছে ব্যবহৃত পিপিই কিট, আতঙ্ক এলাকায় 



জলপাইগুড়ি শহরে ফের পিপিই কিট নিয়ে আতঙ্ক। আজ সকালে জলপাইগুড়ি শহরের ফার্মেসি কলেজে চলছিল দ্বিতীয় ডোজের ভ্যাক্সিন দেওয়ার কাজ। কিন্তু আচমকাই কয়েকজনের নজরে আসে কলেজ চত্ত্বরে যত্রতত্র পড়ে রয়েছে পিপিই কিট। 




কে বা কারা ওই পিপি ই কিট গুলি ওখানে ফেলেছে,  তা নিয়ে কিছুই জানা যায় নি। কিন্তু এই পিপিই কিট দেখে চাঞ্চল্য ছড়ায় ভ্যাক্সিন  নিতে আসা মানুষদের মধ্যে। 



অনেকে ক্ষোভ প্রকাশ করেন। তাদের কথায়, আমরা বয়স্ক মানুষ। ভ্যাকসিন নিতে এসেছি। এই পিপিই গুলি এখানে পড়ে রয়েছে এপাশ ওপাশে। ভয় লাগছে। এগুলি একেবারেই ঠিক নয়। সঠিক পদ্ধতিতে এগুলি পোড়ানো উচিত।

যদিও এই বিষয়ে স্বাস্থ্যদপ্তরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।