আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার অলক মাইতি তমলুক কোর্টে, জামিনের আবেদন নাকচ



সুজিত মণ্ডল, পূর্ব মেদিনীপুর:


সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ময়না থানার পুলিশ গ্রেফতার করল গোজিনা অঞ্চলের কিয়ারানা গ্রামের বাসিন্দা অলক মাইতি নামে এক ব্যক্তিকে।


বেশকিছু চাকরিপ্রার্থীর অভিযোগের ভিত্তিতে ময়না থানার পুলিশ অভিযুক্ত অলক মাইতিকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে আসে। পরবর্তী সময়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। 


এদিন সকাল দশটার সময় গড় ময়না ব্লক হসপিটালে অভিযুক্ত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করার পর তমলুক কোর্টে তোলা হয়। 


তমলুক কোর্টে সরকারি আইনজীবী সাফিউল আলি খান বলেন 420, 406, 417 ও 323 আইপিসি ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।


অভিযুক্ত ব্যক্তির আইনজীবী জামিনের আবেদন করলে তমলুক কোর্টের বিচারপতি দেবাশীষ চৌধুরী সমস্ত তথ্য প্রমাণ দেখে জামিনের আবেদন নাকচ করে দেন এবং 10 দিনের পুলিশ হেফাজতের আদেশ দেন।


3 রা জুলাই আবার কোর্টে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে।

আর্থিক প্রতারনের অভিযোগে গ্রেফতার এক ব‍্যাক্তি

Posted by Sangbad Ekalavya on Friday, June 25, 2021