Latest News

6/recent/ticker-posts

Ad Code

'কৃষকদের আন্দোলনে পূর্ণ সমর্থন আছে', 'ভ্যাকসিনে জিএসটি বসিয়ে জীবণ-মরণের খেলা চলছে', কেন্দ্রকে তোপ মমতার

'কৃষকদের আন্দোলনে পূর্ণ সমর্থন আছে', 'ভ্যাকসিনে জিএসটি বসিয়ে জীবণ-মরণের খেলা চলছে', কেন্দ্রকে তোপ মমতার 



নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত।

কৃষক নেতা রাকেশ টিকায়েতর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘ফসলের ন্যূনতম দাম নিয়ে নতুন আইন প্রণয়ন করা হোক। কৃষকদের আন্দোলনে পূর্ণ সমর্থন আছে। কৃষক আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলব। ৭ মাস ধরে আন্দোলন চলছে, জোর করে আইন পাশ করেছে। কৃষি আইন প্রত্যাহার করতে হবে, এটা আমাদেরও দাবি।"

পাশাপাশি এদিন করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন নিয়েও কেন্দ্রকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "করোনা নিয়ে নীতির ব্যাপারে কিছুই জানাচ্ছে না। ভ্যাকসিন দেওয়ার জন্য ৩৫ হাজার কোটি কোথায় গেল? রাজ্যকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে আদালত। কিন্তু এরা এক কথা বলে, অন্য কাজ করে। আমরা নিজেরাই ভ্যাকসিন কিনে মানুষকে দিয়েছি। জনগণের জন্য কিছু করতে চাইলে বিভাজনের রাজনীতি করত না। কেন শুধু কৃতিত্ব দাবি করছেন প্রধানমন্ত্রী?"


তিনি আরও বলেন, "রোজ এলপিজি, পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে। একদিকে করোনা, অন্যদিকে রোজ দাম বাড়াচ্ছে। ভ্যাকসিনের উপর কেন ৫ শতাংশ জিএসটি কেন? ভ্যাকসিনে জিএসটি বসিয়ে জীবণ-মরণের খেলা চলছে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code