Mukesh Ambani announces the launch of Jio Phone Next, which is developed jointly by Google and Jio teams.
১০ সেপ্টেম্বর বাজারে আসতে চলেছে নতুন জিও ফোন। রিলায়েন্স এবং গুগলের যৌথ উদ্যোগে তৈরি এই ফোন। বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৪ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) মুকেশ আম্বানি (Mukesh Ambani) এই ঘোষণা করলেন ।
এই ফোনে থাকবে উন্নতমানের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। যা যৌথভাবে তৈরি করেছে গুগুল এবং জিওর। মুকেশ অম্বানি বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জিও এবং গুগলের টিম একটি অত্যাধুনিক স্মার্ট ফোন তৈরি করেছে। যার নাম জিও ফোন নেক্সট (JioPhone Next)। গুগল (google) এবং জিও-তে (jio) সাপোর্ট করে এমন অ্যাপ্লিকেশন থাকবে এই ফোনে।
একইসঙ্গে মুকেশ অম্বানি জানান, চলতি বছর, ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন এই ফোন বাজারে আসবে।
এই ৪জি ফোন সম্পর্কে গুগলের সিইও সুন্দর পিচাই বলেন, সাধারণের সাধ্যের মধ্যে এই অ্যান্ড্রয়েড ফোন। যদিও এখনও এই ফোনের দাম সম্পর্কে কোনও ঘোষণা করেনি সংস্থা। পিচাই জানিয়েছেন সর্বশেষ অ্যান্ড্রয়েড আপডেট থাকবে ফোনে। রয়েছে স্মার্ট ক্যামেরা সহ অনুবাদের ফিচারও। অনলাইনেই প্রথম বিক্রি শুরু হবে এই ফোন।
ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্ক্রিন টেস্ট, ভাষা অনুবাদ, স্মার্ট ক্যামেরা সহ অত্যাধুনিক ফিল্টার থাকবে এই ফোনে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊