Latest News

6/recent/ticker-posts

Ad Code

Madhyamik 2021: মাধ‍্যমিকের নবম শ্রেণির নম্বর রি-সাবমিশনের সুযোগ দিলো বোর্ড, সাথে কড়া বার্তা

মাধ‍্যমিকের নবম শ্রেণির নম্বর রি-সাবমিশনের সময় বেঁধে দিল বোর্ড 



করোনা পরিস্থিতির জেরে বিশেষজ্ঞ কমিটি ও জনমতের ওপর ভর করে বাতিল হয়েছে এবছরের মাধ‍্যমিক পরীক্ষা। ইতিমধ‍্যে মধ‍্যশিক্ষা পর্ষদের তরফে মূল‍্যায়ন পদ্ধতি জানিয়ে দেওয়া হয়েছে। নবম শ্রেণির ৫০ শতাংশ ও দশম শ্রেণির অভ‍্যন্তরীন মূল‍্যায়নের ৫০ শতাংশ হারে তৈরি হবে মার্কশিট। এজন‍্য ইতিমধ‍্যে নবম শ্রেণির নম্বর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। 




জানা যাচ্ছে, বহু স্কুল আগেই জমা দিয়েছে নবম শ্রেণির নম্বর। আরো জানা যাচ্ছে, একাধিক স্কুল নবম শ্রেণির নম্বর পাঠাতে ভুল হয়েছে বলে পুনরায় নম্বর সাবমিশনের আবেদন জানিয়েছে। সেই কথা ভেবে স্কুল গুলোকে নম্বর রি-সাবমিশনের সময় দিল বোর্ড। 




বিজ্ঞপ্তি অনুযায়ী ২৭শে জুন ২০২১ বেলা ১১টা থেকে ২৮শে জুন ২০২১ বেলা ১১টা পর্যন্ত রি-সাবমিশনের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি, নম্বর পরিবর্তনের বিষয়ে হুশিয়ারি দিয়ে জানানো হয়েছে রেজিস্টার্ড নম্বর ও সাবমিট করা নম্বরের মধ‍্যে কোনোরুপ অসঙ্গতি দেখা দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code