Latest News

6/recent/ticker-posts

Ad Code

#FreeBritney পপ তারকা ব্রিটনির পাশে দাঁড়ালো রিয়া

#FreeBritney পপ তারকা ব্রিটনির পাশে দাঁড়ালো রিয়া





যুক্তরাষ্ট্রের আদালতে এক বিশেষ শুনানিতে হাজির হয়ে পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স (Britney Spears) তার ব্যক্তিগত জীবন ও সম্পদের নিয়ন্ত্রণে বাবা জেমিকে আইনি অধিকার দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন- আদালত যাকে 'সাহসী' বক্তব্য বলে আখ্যায়িত করেছে। কার্যত এর পর থেকেই সমগ্র বিশ্বে পপ তারকা ব্রিটনির ভক্তরা ব্রিটনির পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সরব হয়েছেন। চিত্রনায়িকা রিয়া চক্রবর্তীও (Rhea Chakraborty) ব্রিটনির পাশে দাঁড়িয়ে FreeBritney হ্যাশ ট্যাগে প্রতিবাদ জানিয়েছেন।


প্রসঙ্গত ২০০৮ সালে আদালতের এক আদেশে বাবা জেমি- ব্রিটনির যাবতীয় সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার পান । মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসার জন্য ব্রিটনি হাসপাতালে ভর্তি হওয়ার পর আদালত ১৩ বছর আগে ওই আদেশ দিয়েছিল।



বুধবার আদালতের শুনানিতে ভার্চুয়ালি অংশ নিয়ে ৩৯ বছর বয়সী মার্কিন পপ তারকা বলেছেন, "তাকে সন্তান নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে; ইচ্ছার বিরুদ্ধে দেওয়া হয়েছে সাইকিয়াট্রিক ড্রাগ লিথিয়াম।"



২০ মিনিটেরও বেশি সময় দেওয়া বক্তব্যে ব্রিটনি নিজের দুরাবস্থার কথা তুলে ধরেন। এবারই প্রথম প্রকাশ্য আদালতে তিনি বাবার আইনি অভিভাবকত্ব নিয়ে অভিযোগ করলেন। লস এঞ্জেলেসের আদালতের বিচারক ব্রেন্ডা পেনি শুনানিতে ‘সাহসী’ বক্তব্য রাখায় ব্রিটনিকে ধন্যবাদ দেন।



বাবার সঙ্গে ব্রিটনির দ্বন্দ্ব নিয়ে গত কয়েক বছর ধরেই কানাঘুষা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে পপ তারকার নানান পোস্টে এ বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তার ভক্ত সমর্থকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code