গোপীবল্লভপুর ২ নং ব্লকের পেটবিন্ধি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির


শচীন পাল, ঝাড়গ্রাম 



করোনা পরিস্থিতি মাঝে রক্তের গ্রীষ্মকালীন সংকট মেটাতে আবারও এগিয়ে এলো তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের পেটবিন্ধি ৭ নং অঞ্চলের পেটবিন্ধি হাইস্কুলে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। 


করোনা পরিস্থিতিতে সরকারি বিধি নিষেধ মেনে আয়োজিত এই মহতী রক্তদান শিবিরে মোট ২৬ জন রক্ত দান করেন। রক্তদান শিবির শুরুর আগে একটি সংক্ষিপ্ত উদ্বোধনী সভা হয়। এই সভাতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, এলাকার বিদায়ী বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি চূড়ামণি মাহাতো, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দূর্গেশ মল্লদেব। ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু ঘোষ। তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলার সভাপতি স্বপন পাত্র। ঝাড়্গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত। 


এছাড়াও উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল। পেটবিন্ধি অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর প্রসাদ দে। তপশিয়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি নিরঞ্জন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অঞ্চল ও ব্লক নেতৃত্ব।