BREAKING NEWS: টেট প্রার্থীদের জন্য সুখবর !



teacher and student




টেট প্রার্থীদের জন্য সুখবর শোনালো পর্ষদ।আগামী মঙ্গলবার পর্ষদের ওয়েবসাইটে কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট ঘোষণা করা হবে এমনটাই জানাচ্ছে পর্ষদ। 

গত জানুয়ারী মাসে রাজ্যের তৃতীয় দফার টেট পরীক্ষায়  প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। পর্ষদের তরফে জানানো হয়েছে, ‘মুখ্যমন্ত্রীর ঘোষণামত পুজোর আগে টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে।‘ আরও বলা হয়েছে, ‘রেজাল্ট বার করার আগে প্রশ্নের উত্তর আগে ওয়েবসাইটে প্রকাশিত হবে। তারপর টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে।

পাশাপাশি পর্ষদের তরফে মেধার ভিত্তিতে নিয়োগ হবে বলে এর আগে জানানো হয়েছিল। 

গত সপ্তাহে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক ও প্রাথমিকে  সাড়ে ১০ হাজার শিক্ষক এবং পুজোর পর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত, প্রাথমিকে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ করার ঘোষণা দেয়। মামলা, স্বজন পোষণ ইত্যাদি বিতর্কের মাঝেই সেদিন মুখ্যমন্ত্রী তাৎ‍পর্যপূর্ণ ভাবে জানান, মেধাই তাদের সবচেয়ে বড় পরিচয়। কোনও লবি করার প্রয়োজন নেই। কোর্ট কেস ছিল বলে এতদিন আটকে ছিল।